04/16/2025 সিরাজদিখানে জাতীয় সংগীত প্রতিযোগীতায় ইছাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ
Mahbubur Rohman Polash
২০ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৩
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । ১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে ১৪টি ইউনিয়নের ১৪ টি বিদ্যালয় অংশগ্রহণ করেন । অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহ যার যার ইউনিয়নের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে উপজেলায় অংশ গ্রহণ করেন ।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, আনিসুল ইসলামও শামসুর রহমান।
বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো:নজরুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল কাইয়ূম খান, ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: মোক্তার হোসেন ।