04/20/2025 ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৪
odhikarpatra
১৯ এপ্রিল ২০২৫ ২২:৫০
গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক বাহিনীর হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।
আল জাজিরার উদ্ধৃতি দিয়ে দুবাই থেকে বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানায়।
টিভি চ্যানেলটির তথ্য অনুযায়ী, নিহতদের অর্ধেকেরও বেশি গাজা শহর ও যুদ্ধবিধ্বস্ত ছিটমহলের উত্তরাঞ্চলীয় জেলাগুলোর অধিবাসী। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফাহতেও হতাহতের খবর পাওয়া গেছে।
গত ১৮ মার্চ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করে। তারা ছিটমহলে ব্যাপক হামলা চালায়।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস মধ্যস্থতাকারী ও মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরাইল ছিটমহলে আবারো সামরিক অভিযান শুরু করে।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরাইলি সেনাবাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে পুনরায় হামলা শুরু করেছে এবং সেনাবাহিনী ছিটমহলে তাদের অভিযান আরো জোরদার করবে। হামাস ইসরাইলি আগ্রাসনের পুনরাবৃত্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে