04/21/2025 অবশেষে পোপ ফ্রান্সিস এর জীবনবাস
odhikarpatra
২১ এপ্রিল ২০২৫ ১৬:১৯
পোপ ফ্রান্সিস আর নেই। তিনি তার বাসভবন কাসা সান্টা মার্টায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যাটিকান এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
ইস্টার সানডে উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে বহু প্রত্যাশিত উপস্থিতির একদিন পর ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস মারা গেলেন।
ভ্যাটিকানের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে কার্ডিনাল কেভিন ফ্যারেল বলেছেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সাথে আমাকে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যুর ঘোষণা দিতে হচ্ছে। রোমের বিশপ ফ্রান্সিস আজ সকাল ৭:৩৫ মিনিটে মারা যান। তাঁর সমগ্র জীবন ছিল প্রভু এবং তাঁর গির্জার সেবায় নিবেদিত।’
গুরুতর অসুস্থতার পর সুস্থ হয়ে ওঠেন ফ্রান্স। রোববার ইস্টার সানডেতে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় উপস্থিত হয়ে ভ্যাটিকান উপাসকদের শুভেচ্ছা জানানোর একদিন পরেই ফ্রান্সিস মারা যান।
চলতি বছরের শুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফ্রান্সিস দু’বার মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। গত ২৩শে মার্চ হাসপাতাল থেকে ছাড় পাওয়ার আগে তাকে সেখানে ৩৮ দিন থাকতে হয়েছিল।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হন জর্জ মারিও বার্গোগ্লিও। পোপ হিসেবে নির্বাচিত হবার পর নাম পরিবর্তন করে রাখেন ‘ফ্রান্সিস’। আর্জেন্টিনার এই ধর্মযাজক দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বেশ পরিচিত ছিলেন।