05/03/2025 কাশিনাথপুর বাস, ট্রাক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
odhikarpatra
২ মে ২০২৫ ১৮:৩৫
পাবনা প্রতিনিয়ধি:
পাবনার কাশিনাথপুর বাস, ট্রাক অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সম্মতিক্রমে, উপদেষ্টা পরিষদে গোলাম নবী রতন কে প্রধান উপদেষ্টা রেখে পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
এ সময় কমিটিতে শাহ আলম মিয়া সোহেলকে সভাপতি ও রিয়াজুর রহমান সজীব মৃধাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
কাশিনাথপুর বাস, ট্রাক অ্যাসোসিয়েশনের উত্তর উত্তর সাফল্য কামনা,এবং সংগঠনটি সাংগঠনিকভাবে আরো বেগবান করতে ন্যায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন সাধারণ সম্পাদক রিয়াজুর রহমান সজীব মৃধা। এ সময় সজীব মৃধা আরো বলেন, কাশনাথপুর বাস, ট্রাক অ্যাসোসিয়েশন আমার একটি পরিবার, একটি পরিবারের কর্তা যেমন পরিবারটিকে কোন আচর লাগতে দেয় না, তেমনি আমি কাশিনাথপুর বাস, ট্রাক এসোসিয়েশন এই পরিবারের একজন সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, কাশিনাথপুর বাস ট্রাক অ্যাসোসিয়েশনের উপরে কখনো কোন আচর লাগতে দেব না।
কাশিনাথপুর বাস, ট্রাক অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে মেধাবী ও পরিশ্রমী নেতৃত্ব পাওয়ায় অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যই সন্তুষ্টি প্রকাশ করেন। এবং তারা বিশ্বাস করেন অতি অল্প সময়ে কাশিনাথপুর বাস, ট্রাক অ্যাসোসিয়েশনটি সুনামের সাথে অনেক দূর এগিয়ে যাবে।
পাবনা থেকে শরিফুল ইসলামঃ