05/12/2025 ইবি রোভার স্কাউট গ্রুপের নতুন ইউনিট কাউন্সিল গঠিত
odhikarpatra
১১ মে ২০২৫ ১৮:০০
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০২৪-২৫ মেয়াদের ইউনিট কাউন্সিল গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দিদারুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খন্দকার আবু সাঈম মনোনীত হয়েছেন।
গত ৪ মে ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, আরএসএল অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ও অধ্যাপক ড. মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামীর ১ বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাইনুল ইসলাম, রকি হোসাইন ও কুলছুম আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদক আবির হোসেন, নিয়ামাতুল্লাহ মুনিম, রত্না রানী কুণ্ডু, তাজমিন রহমান ও ত্বকী ওয়াসিফ।
সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ সুমন রানা, যুগ্ম-কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাকিব বাবু চাকলাদার, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাওসিফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইদুল হাসান, যুগ্ম-প্রচার ও প্রকাশনা সম্পাদক খাদেমুল ইসলাম ফরহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সালিক মো. সাজ্জাদ, যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক নওশিন শারমিলি, ক্রীড়া সম্পাদক মেজবাহ উল হক রাকিব, যুগ্ম-ক্রীড়া সম্পাদক মো. শান্ত শিশির, ছাত্রী বিষয়ক সম্পাদিকা রেখা খাতুন ও যুগগ্ম-ছাত্রী বিষয়ক সম্পাদিকা ফারজানা নিসা।
ইবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি দিদারুল ইসলাম রাসেল কমিটির নব্য ইউনিট কাউন্সিলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব বাস্তবায়নের ক্ষেত্রে রোভার স্কাউট এর লক্ষ্য উদ্দেশ্য এবং বিপ্লবের চেতনার সমন্বয় ঘটাবো। যাতে করে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারি।সবাইকে সাথে নিয়ে সকল কার্যক্রম একসাথে পরিচালনা করতে ও ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কে সারা বিশ্বের বুকে তুলে ধরতে সকল সদস্যদের প্রচেষ্টা একান্ত কাম্য।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া