05/14/2025 ভারতের সাথে সংঘর্ষে ৪০ বেসামরিক, ১১ সেনা নিহত : পাকিস্তান সেনাবাহিনী
odhikarpatra
১৩ মে ২০২৫ ২৩:৩৮
পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, ভারতের সাথে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে গত সপ্তাহে ৪০ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন নারী এবং ১৫ জন শিশু এবং আহত হয়েছেন ১২১ জন।
বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী ও বিমান বাহিনীর ১১ জন সদস্য নিহত এবং ৭৮ জন আহত হয়েছে।