05/14/2025 গলাচিপায় আদালতে মামলা করায় বাদীকে প্রাননাশের হুমকি
odhikarpatra
১৪ মে ২০২৫ ১৫:৫৪
স্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ
পটুয়াখালীর গলাচিপায় আদালতে মামলা দায়ের করায় এক নারী বাদীকে প্রাণ নাশের হুমকি দিয়েছে আসামিরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রামানন্দ গ্রামে। মামলার বাদী মাসুমা (২০) হচ্ছেন রামানন্দ গ্রামের শিপন হোসেনের স্ত্রী। মামলা সূত্রে ও মামলার বাদী মাসুমা জানান, আমাদের একই এলাকার প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে আমার স্বামীর ও আমার স্বামীর ভাইদের জায়গা জমি ও বাড়িঘর দখলের ষড়যন্ত্র করে আসছে। তারা কারণে অকারণে আমাদেরকে গালিগালাজ ও মারধর করত। কোন প্রতিবাদ করলে খুন জখমের হুমকি দিত। তারা এলাকায় প্রভাব দেখিয়ে চলে। আইন কানুনের কোন তোয়াক্কা করে না। গত ২৫/০৩/২০২৫ ইং তারিখ তারা আমার স্বামীকে খুন করার জন্য রাস্তার ধারে ওৎ পেতে থাকে। আমার স্বামী তরমুজ বিক্রি করে রাত ৯ টার দিকে বাড়ির দিকে আসার পথে প্রতিপক্ষরা আমার স্বামীকে অতর্কিত আক্রমন করে খুন করার জন্য শ্বাস রোধ করে ধরে। আমার স্বামী ডাকাডাকি করলে আমরা বাহিরে গেলে প্রতিপক্ষরা আমাদেরকে মারধর করে চলে যায়। উক্ত বিষয় নিয়ে আমি বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। যার সি,আর মামলা নং- ১৭/২০২৫, তারিখঃ ০৬/০৪/২০২৫ ইং। মামলা করার পর থেকেই আসামীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। মামলাটি তুলে নেওার জন্য প্রাণ নাশের হুমকি দেয় আসামিরা। এ ব্যপারে আমরা গলাচিপায় থানায় একটি জিআর মামলা করি। যার জিআর নং-৯৫/২৫। আদালত মামলাটি গলাচিপা থানার ওসি বরাবর পাঠিয়েছে তদন্ত করে প্রতিবেদনটি আদালতে প্রেরণের জন্য। আসামীরা হলো উপজেলার আমখোলা ইউনিয়নের রামানন্দ গ্রামের মৃত মোসলেম মৃধার ছেলে মো. আলমগীর মৃধা, গফুর আলী মৃধার দুই ছেলে আবু সাইদ মৃধা ও আব্দুল বারেক মৃধা, আলমগীর মৃধার ছেলে হাসান মৃধা, আব্দুল বারেক মৃধার ছেলে রব্বানি মৃধা। এ বিষয়ে মামলার বাদি মাসুমার স্বামী শিপন হোসে বলেন, বিবাদীরা এলাকায় মাস্তান প্রকৃতির লোক। তারা আমাদের জায়গা জমি জোর পূর্বক দখল করতে চায়। তারা আমাকে, আমার স্ত্রী ও আমার ভাইদেরকে যে কোন সময় খুন করার হুমকি দিতেছে। তারা আমার তরমুজ বিক্রির প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে গেছে। আমার স্ত্রী আদালতে মামলা করায় এবং সেই মামলা তুলে না নিলে তারা আমাদের ঘর পুড়িয়ে আমাদেরকে মারবে বলে হুমকি দেয়। বর্তমানে আমরা তাদের ভয়ে ঘরে থাকতে পারি না। এ বিষয়ে ইদ্রিস হাং, মাসুম, শাকিল, এছাহাক, নাজমা বেগম এরা বলেন, বিবাদীরা ভূমিদস্যু প্রকৃতির মানুষ। তারা কোন কিছুর তোয়াক্কা করে না। তারা আমাদেরকেও মারধর করেছিল। কেউ তাদের অন্যায়ের প্রতিবাদ করলে তারা সেই ব্যক্তির করুন পরিনতি করে ছাড়ে। তাই তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ বিষয়ে বিবাদী মো. আলমগীর মৃধা, হাসান মৃধা তাদের সহযোগী পলি, বুলবুলি ও মাহিনুরের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান। তবে প্রতিপক্ষ রব্বানি মৃধা বলেন, আমাদের সাথে কথার কাটাকাটি হয়েছে। আমাদের কয়েকজনও আঘাত পেয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, যেহেতু আদালতে মামলা হয়েছে, তাই আদালতের মাধ্যমে বিচার হবে।