05/19/2025 মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
odhikarpatra
১৮ মে ২০২৫ ২৩:২৬
রাজধানীর মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
আজ রোববার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের খবর পাওয়ার পরে ৮টা ১০ মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এছাড়াও তাদের সহায়তায় কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ও পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করছে।
আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।