05/20/2025 অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
odhikarpatra
১৯ মে ২০২৫ ২৩:৩৫
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ হিসেবে ঘোষণা করেছে রাশিয়া, সোমবার দেশটির প্রসিকিউটর জেনারেলের দপ্তর এ ঘোষণা দেয়। এর ফলে রাশিয়ায় মানবাধিকার সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
মস্কো থেকে এএফপি জানায়, প্রসিকিউটর জেনারেল এক বিবৃতিতে বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লন্ডন সদর দপ্তর হচ্ছে বিশ্বব্যাপী রুশোফোবিক (রাশিয়াবিরোধী) প্রকল্প তৈরির কেন্দ্র, যা কিয়েভ শাসকগোষ্ঠীর সহযোগীদের অর্থায়নে পরিচালিত হচ্ছে।’
রাশিয়া আরও অভিযোগ করে, অ্যামনেস্টি ইউক্রেনকে সমর্থন দিয়ে রুশবিরোধী কার্যক্রমে লিপ্ত রয়েছে।