12/05/2025 কাল সিলেটে ফিরবেন ড. মুহম্মদ জাফর ইকবাল
Mahbubur Rohman Polash
১৩ March ২০১৮ ১৯:০৪
সিলেট, ১৩ মার্চ, ২০১৮ চিকিৎসা শেষে আগামীকাল বুধবার সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাপাসে ফিরবেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
গত ৩ মার্চ বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে দুষ্কৃতিকারির ছুরিকাঘাতে তিনি আহত হন।
সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে প্রধানমন্ত্রী নির্দেশে তাকে রাজধানির সিএমএইচে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের বরাত দিয়ে শাবিপ্রবি’র রেজিস্ট্রার ইশাফকুল হোসেন বাসসকে জানান, এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসা ছাড়পত্র পাওয়ার পর বুধবার দুপুরে তিনি সিলেট পৌঁছাবেন।
১৯৯৪ সালের ৪ ডিসেম্বর মুহম্মদ জাফর ইকবাল শাবিপ্রবিতে সিএসই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। তারপর থেকে তিনি এ বিশ^বিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
এদিকে, জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুলের বড় ভাই এনামুল ও তার বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম এবং মামা ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।