05/25/2025 সিলেট সীমান্ত দিয়ে ২১ ব্যক্তিকে ঠেলে পাঠালো বিএসএফ
odhikarpatra
২৪ মে ২০২৫ ২১:১০
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ ব্যক্তিকে পুশব্যাক (ঠেলে পাঠানো) করেছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। তাদের মধ্যে ১২ জন পুরুষ ৪ জন নারী ও ৫ জন শিশু।
আজ শনিবার সকালে কানাইঘাট সীমান্তের সনাতন পুঞ্জি এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।
জকিগঞ্জ ব্যাটালিয়নরে (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সনাতন পুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ২১ বাংলাদেশিকে ঠেলে পাঠানো হলে বিজিবি তাদের আটক করে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।