05/29/2025 রোনাল্ডোর আল-নাসর অধ্যায় শেষ!
odhikarpatra
২৭ মে ২০২৫ ১৭:০২
আল-নাসর’র সাথে সম্পর্ক শেষের ইঙ্গিত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সৌদি পেশাদার লিগ মৌসুম শেষ হবার ঘন্টাখানেকের মধ্যে পতুর্গীজ এই তারকা সামাজিক যোগাযাগ মাধ্যমে বলেন, ‘এখানকার অধ্যায় শেষ।’
৪০ বছর বয়সী পর্তুগীজ এই সুপারস্টার ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসর’এ যোগ দিয়েছিলেন। এবারের গ্রীষ্মে সৌদি পেশাদার ক্লাবটির সাথে তার চুক্তি শেষ যাবে।
ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি ক্লাবের জন্য এ বছর ফিফা আগামী ১-১০ জুন বিশেষ একটি ট্রান্সফার উইন্ডোর খোলার সিদ্ধান্ত নিয়েছে।
আল-নাসর এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছেনা। সৌদি লিগ থেকে আল-হিলাল খেলবে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটিতে।
ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে বলেছেন আগমী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ধিত কলেবরের এবারের টুর্নামেন্টে ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও স্পোর্টিং লিসবনের সাবেক এই তারকা খেলোয়াড়ের খেলার ব্যপারে আলোচান চলছে।
গতকাল আল নাসর জার্সি পরিহিত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি দিয়ে সেখানে রোনাল্ডো বলেছেন, ‘এখানকার অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’
যদিও বিষয়টিকে অনেকেই রহস্যময় বলে দাবী জানিয়েছেন।
গত মাসে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরে বিদায় নিয়েছে আল-নাসর। সৌদি পেশাদার লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে।
লিগে সর্বোচ্চ ২৪ গোল করেছেন রোনাল্ডো।
গত বছরই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো বলেছিলেন তার আল-নাসর ক্যারিয়ার হয়তো শেষ হতে চলেছে। রোনাল্ডোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন।
ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিডের সাথে সাম্প্রতিক এক সাক্ষতকারে ইনফান্তিনো বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপে হয়তোবা রোনাল্ডো একটি দলের হয়ে খেলতে পারেন। বেশ কিছু ক্লাবের সাথে এ বিষয়ে আলোচনা চলছে। ক্লাব বিশ্বাকাপে রোনাল্ডোকে যেকোন একটি দল নিলে তা অবাক হবার মত বিষয় হবে না, দেখা যাক কি হয়।’