10/30/2025 লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
odhikarpatra
২৭ May ২০২৫ ২০:২১
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আজ নর্দমার পানিতে ডুবে কৃপা রায় (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু কৃপা রায় জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে।
চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আলাল উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের নর্দমায় পড়ে ডুবে যায় শিশু কৃপা রায়। পরে শিশুটিকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায় নর্দমা থেকে শিশু কৃপার মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক পানিতে ডুবে কৃপা রায় নামের এক শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।