05/29/2025 গলাচিপায় রামনাবাদ সেতুর দাবিতে সর্বস্তরের জনগণের মানববন্ধন
Mahbubur Rohman Polash
২৭ মে ২০২৫ ২০:৪৭
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৭ মে ২০২৫) সকাল ১০টায় গলাচিপা খেয়াঘাট ও ফেরীঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। বক্তারা বলেন, রামনাবাদ নদীর উপর সেতু না থাকায় প্রতিদিন হাজারো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে পারাপার হতে হয়। বর্ষাকালে এ দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, রামনাবাদ সেতু নির্মাণ হলে গলাচিপা উপজেলাকে বরিশালসহ সারাদেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনা সম্ভব হবে, যা এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মু, খালিদ হোসেন মিল্টন সহ আরও অনেকে। বক্তারা সরকারের প্রতি দ্রুত সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী