10/29/2025 গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪
odhikarpatra
২৯ May ২০২৫ ২৩:২৬
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার গাজায় ইসরাইলি হামলায় ৪৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩ জন ফিলিস্তিনি ভূখণ্ডের প্রাণকেন্দ্রের একটি বাড়িতে হামলায় নিহত হয়েছেন।
গাজা শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেন, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৪৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে গাজার মধ্য অঞ্চলের আল-বুরেইজ শরণার্থী শিবিরের ক্রিনাউই পরিবারের বাড়িতে ইসরাইলি হামলায় ২৩ জন নিহত হয়েছেন। আরও অনেকে আহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।