10/28/2025 নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১৫০ জনেরও বেশি
odhikarpatra
৩১ May ২০২৫ ১৭:৩১
নাইজারের মধ্যাঞ্চলীয় শহর মোকওয়ায় চলতি সপ্তাহের শুরুতে আকস্মিক বন্যায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। শনিবার নাইজার রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র একথা জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
আবুজা থেকে এএফপি এই খবর জানায়।
ইব্রাহিম আউদু হুসেইনির এএফপি’র সঙ্গে শেয়ার করা পরিসংখ্যানে দেখা গেছে, আগের ১১৫ জনের মৃতের সংখ্যা থেকে এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। একই সাথে ৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ২৬৫টি বাড়ি ‘সম্পূর্ণ ধ্বং’ এবং দু’টি সেতু ভেসে গেছে।