10/28/2025 ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত : মার্কিন রাষ্ট্রদূত
odhikarpatra
১৬ June ২০২৫ ১৯:০০
ইসরায়েল এর রাজধানি তেলআবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন দূতাবাসের একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এ তথ্য জানিয়েছেন।
তবে, এ হামলায় কোনও মার্কিন কর্মীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইল ইরানের ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর সোমবার ভোরে তেহরান ইসরাইলি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং উভয়পক্ষই হামলা জোরদারের হুমকি দিচ্ছে।
হাকাবি এক্স-এ এক পোস্টে বলেন, ‘তেলআবিবে অবস্থিত দূতাবাসের একটি শাখার কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সামান্য কিছু ক্ষতি হয়েছে, তবে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো মার্কিন কর্মকর্তা আহত হয়নি।’
তিনি বলেন, জেরুজালেমে মার্কিন দূতাবাস সোমবার বন্ধ থাকবে।
কয়েক দশকের শত্রুতা এবং প্রক্সি যুদ্ধের পর, গত সপ্তাহে ইরানের ওপর ইসরাইলের আক্রমণ এখন পর্যন্ত সবচেয়ে তীব্র লড়াইয়ে পরিণত হয়েছে এবং একটি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা তৈরি করেছে যা সমগ্র মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে।
ইসরাইল বলেছে, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় অনেক শীর্ষ কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরাইলকে ‘একটি চুক্তি করার’ আহ্বান জানিয়েছেন।