10/18/2025 বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে ওবায়দুল কাদের
Mahbubur Rohman Polash
১৭ March ২০১৮ ০০:২৯
ঢাকা, ১৬ মার্চ, ২০১৮
: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিমান দুর্ঘটনায় আহত শাহরীন আহমেদকে দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) বার্ন ইউনিটে গেলেন।
স্কলাস্টিকা স্কুলের স্টাফ শাহরীনকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এনে ডিএমসিএইচ-এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আহতকে দেখার পর সাংবাদিকদের বলেন, তিনি একটি ভীতিকর অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন।
ওবায়দুল কাদের বলেন, শাহরীন সকলের কাছে দোয়া চেয়েছেন।
ওবায়দুল কাদের আরো বলেন, শিগগিরই নেপাল থেকে সবগুলো মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে সরকার কাজ করছে।
তিনি বলেন, ‘ডিএনএ পরীক্ষায় বিলম্ব হওয়ায় লাশগুলো ফিরিয়ে আনতে কিছুটা দেরী হচ্ছে। শিগগিরই লাশগুলো দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
উল্লেখ্য, গত সোমবার নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের বাইরে ইউএস-বাংলা’র একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশীসহ ৫১ ব্যক্তি নিহত হয়।