10/26/2025 প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ এ জাফর ইকবাল আর নেই
odhikarpatra
২৮ June ২০২৫ ২২:২৩
জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য, জনসংযোগ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা এ এ জাফর ইকবাল আর নেই।
আজ শনিবার দুপুর ১২টায় তিনি ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসে ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদমাগরিব প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তাকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এ এ জাফর ইকবালের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।