10/15/2025 গাজায় ইসরাইলি হামলায় ২৩ জন নিহত
odhikarpatra
২৮ June ২০২৫ ২২:৫৮
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার যুদ্ধবিধ্বস্ত এ ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।
তাদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে।
গাজা শহর থেকে এএফপি জানায়, সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, ‘ইসরাইলি গুলিবর্ষণ ও অভিযানে গাজাজুড়ে অন্তত ২৩ জন নিহত ও বহু লোক আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজা শহরে ধারণ করা এএফপির ভিডিও ফুটেজে দেখা যায়, জাবালিয়ায় নিহত শিশুদের মরদেহ নিয়ে স্বজনরা কাঁদছেন।
বাসসাল বলেন, ছয়টি ড্রোন ও যুদ্ধবিমানের হামলায় ২১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ওই শিশুরা রয়েছে।
এছাড়া গাজা কেন্দ্রের নেতজারিম এলাকায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় ইসরাইলি গুলিতে আরও দুইজন নিহত হন।
এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
গাজা উপত্যকায় গণমাধ্যমের ওপর ইসরাইলি বিধিনিষেধ এবং অনেক এলাকায় পৌঁছানো কঠিন হওয়ায় উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না বলে জানায় এএফপি।
ইসরাইল ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের এক প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক হামলা শুরু করে।
ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ শেষে ২৪ জুন যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর ইসরাইল জানায়, তারা আবার গাজায় অভিযান চালাবে। কারণ সেখানে এখনও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে ইসরাইলি জিম্মি রয়েছে।
ইসরাইলের সরকারি তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২১৯ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের সামরিক বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৫৬ হাজার ৪১২ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।