04/18/2025 বঙ্গবন্ধুর জন্মদিনে ডিএসসিসি’র ‘স্বচ্ছ ঢাকা’ অভিযান উদ্বোধন
Mahbubur Rohman Polash
১৭ মার্চ ২০১৮ ২১:০৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ নগর ভবনের সামনে এক আনন্দ র্যালি পূর্ব সমাবেশে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় মেয়র সাঈদ খোকন বলেন, ‘নগরকে পরিচ্ছন্ন করতে এই বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করতে যাচ্ছি। সাপ্তাহব্যাপী চলা পরিচ্ছন্নতা অভিযান ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচির মাধ্যেমে নাগরিকদের সেবা প্রদান করেই বঙ্গবন্ধুকে সম্মান জানানো সম্ভব হবে।
তিনি বলেন,পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যেমে রাজধানীকে পরিস্কার পরিচ্ছন্ন করা হবে, এজন্য প্রতিটি নাগরিকের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলেই পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব।
বাড়ির আশেপাশে কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখলে ডিএসসিসির ০৯৬১১০০০৯৯৯ হটলাইনে কল দিয়ে জানানোর আহবান জানিয়ে মেয়র বলেন, ময়লা-আবর্জনা পড়ে থাকার তথ্য জানালে পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিষ্কার করে দেবে।
ডিএসসিসি’র বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী ও সর্ব সাধারণের অংশগ্রহণে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালিটি নগর ভবন থেকে বের হয়ে আব্দুল গণি রোড হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট দিয়ে আবারও নগর ভবনে গিয়ে শেষ হয়। মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে র্যালিতে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে।
ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলালের পরিচালনায় র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিল ফরিদ উদ্দিন রতন, আব্দুল হামিদ ও হেলানা আক্তার।