12/05/2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস ও সম্মান প্রফেশনাল ভর্তির আবেদন ২০ মার্চ শুরু
Mahbubur Rohman Polash
১৯ March ২০১৮ ০০:০৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২০ মার্চ মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৯ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি এবং মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি বাতিল করেছে, সে সকল প্রার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
দ্বিতীয় পর্যায়ে যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions থেকে এ সংক্রান্ত সকল তথ্য জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।