04/21/2025 মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ
Mahbubur Rohman Polash
১৯ মার্চ ২০১৮ ১১:৪০
: আজ ১৯ মার্চ মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস।
১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে জয়দেবপুরের সংগ্রামী জনতা পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করেছিল। ওইদিন পাক হানাদার বাহিনীর গুলিতে গাজীপুরের মনু খলিফা ও কিশোর নেয়ামত শহীদ হন।
এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় গাজীপুর জেলা শহরে শহীদ বরকত স্টেডিয়ামে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯ মার্চে গাজীপুরে শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভা ও জীবিতদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।
১৯ মার্চের বীরত্বকে অমর করে রাখতে ১৯৭২-১৯৭৩ সালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি ভাস্কর্য নির্মাণ করা হয়। জাগ্রত চৌরঙ্গী নামের এই ভাস্কর্য মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য।