05/02/2025 মধ্যপন্থা ছাড়ুন, জঙ্গি-রাজাকারদের রাজনীতি ও ক্ষমতার বাইরে রাখুন : তথ্যমন্ত্রী
Mahbubur Rohman Polash
২০ মার্চ ২০১৮ ২০:৩৭
: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু জাতির প্রয়োজনে রাজনীতি ও ক্ষমতা থেকে জঙ্গি-রাজাকারদের চিরবিদায় জানানোর আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের স্টুডিও থিয়েটার ময়দানে প্রয়াত জাসদ নেতা এডভোকেট আব্দুল কালাম আজাদের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের নেত্রী শেখ হাসিনা এবং জঙ্গি-রাজাকারসঙ্গী খালেদা জিয়াকে একপাল্লায় মাপার মধ্যপন্থা ছাড়ুন। কারণ, এই মধ্যপন্থা জঙ্গি-রাজাকারদেরই উৎসাহিত করে, শক্তি যোগায়। আর জাতির প্রয়োজনে রাজনীতি ও ক্ষমতা থেকে জঙ্গি-রাজাকারদের চিরবিদায় জানান।’
তিনি বলেন, ‘বিএনপি-খালেদা চক্র নির্বাচনের নামে অপরাধীদের হালাল করার বিনিময় বাণিজ্য করতে চায়। তাদের মুখে গণতন্ত্র, কিন্তু পকেটে-আঁচলে রাজাকার, জঙ্গি ও আগুনসন্ত্রাসীরা। এ কারণে তারা ভেকধারী গণতন্ত্রী। এদেরকে বর্জন ও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর বিকল্প নেই।’
জাসদ সভাপতি বলেন, ‘মুক্তিযোদ্ধা আর রাজাকার বা গণতন্ত্রী আর চক্রান্তকারীদের একপাল্লায় মাপার মধ্যপন্থার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি। এই পথ পরিহার করে দেশকে রাজাকার-চক্রান্তকারীদের হাত থেকে রক্ষায় সকলকে মুক্তিযুদ্ধের পক্ষে শেখ হাসিনার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। সময়মতো নির্বাচন করা এবং জঙ্গি ও রাজাকারদের নির্বাচন ও ক্ষমতার বাইরে রাখাই এখন জাতির কর্তব্য।’
হাসানুল হক ইনু এ সময় প্রয়াত নেতা আব্দুল কালাম আজাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘প্রয়াত এই জননেতা মহান মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদী সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সবসময় অটল ছিলেন, মূল ধারার সেনানী ছিলেন। তিনি মধ্যপন্থা অবলম্বন করেননি, অন্যায়ের সাথে আপোস করেননি। তার স্মৃতি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য প্রেরণার উৎস হয়ে রয়েছে।’
নাগরিক কমিটির সভাপতি সাবের আহমেদ আসগরীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, ডা. মাহফুজুর রহমান, আহম্মদ শরীফ মনির, ইব্রাহীম হোসেন বাবুল, জাসদ নেতা তৈয়বুর রহমান, বার কাউন্সিল নেতা জসিম উদ্দিন বাবুল, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহমেদ, সিপিবি নেতা অশোক সাহা, গণতন্ত্রী পার্টির নেতা স্বপন সেন প্রমুখ।