09/01/2025 মহান বিজয় দিবসে ঢাকায় এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড
odhikarpatra
৩১ আগস্ট ২০২৫ ০৮:২৬
অধিকার পত্র ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ঢাকার হোটেল ৭১-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান জার্নালিস্টস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (এজেএইচআরএফ) বিশেষ আয়োজন। এদিন অনুষ্ঠিত হবে আলোচনা সভা, এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড–২০২৫ প্রদান অনুষ্ঠান এবং একটি বর্ণিল স্মারক উন্মোচন।
অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন ও অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।
জুরি বোর্ডে রয়েছেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, এএফএম সোলায়মান চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা হাফিজ এবং ব্যারিস্টার সেলিম উল্লাহ।
এজেএইচআরএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এমএম ইকবাল আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।
এছাড়া ইভেন্ট সেলিব্রেশন কমিটির কনভেনর হিসেবে থাকছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মেহেদী আলী এবং মেম্বার সেক্রেটারি হিসেবে থাকবেন লায়ন মিঠু ধর চৌধুরী।
???? সূত্র: আইবিএননিউজ