09/02/2025 গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
odhikarpatra
৩১ আগস্ট ২০২৫ ২২:২৯
গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকেলে সিটি করপোরেশনের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পর গ্রামের একটি পুকুর থেকে শিশুদের দেহ ভেসে ওঠে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোর প্রতি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা সমবেদনা জানিয়েছেন।