10/27/2025 শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
odhikarpatra
২ September ২০২৫ ১৮:২৮
শরীয়তপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুরা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে স্বজনরা পুকুরে তল্লাশি চালায়। পরে শিশুদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কয়েক মাস আগেও একই এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং শিশুদের তত্ত্বাবধানে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।