09/03/2025 ভৌগোলিক অবস্থার কারণে জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা
odhikarpatra
২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮
তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে লবণাক্ততা বৃদ্ধি, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন দেখা দিচ্ছে।
রিজওয়ানা হাসান উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ ইতোমধ্যেই এসব প্রভাবের সঙ্গে লড়াই করছে এবং এর ফলে জীবিকা, কৃষি ও স্বাস্থ্য খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে এখনই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বৈশ্বিক অঙ্গনে ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি।