10/27/2025 ঢাকায় সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা-ভাঙচুর, মালিকসহ আহত কয়েকজন
odhikarpatra
৩ September ২০২৫ ২৩:৫৬
অধিকারপত্র ডেস্ক
ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫:রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইসঙ্গে পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক মামুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহাগ পরিবহন কর্তৃপক্ষ জানায়, হঠাৎ একদল সন্ত্রাসী হামলা চালায়। কাউন্টারে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্মচারীদের মারধর করে তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা জড়িতদের নাম জানা যায়নি।
সংক্ষেপে মূল তথ্য: