09/05/2025 আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর
odhikarpatra
৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০১
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে আনা হলে শুনানি কাভার করতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী। বিচারক এজলাসে প্রবেশের পর নিয়ম অনুযায়ী সাধারণ মানুষকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়। তবে এসময় কয়েকজন আইনজীবী সাংবাদিকদেরও আদালত কক্ষ থেকে বের করতে চান।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন আইনজীবী আদালতের ভেতরে হট্টগোল করছেন এবং সাংবাদিকদের লক্ষ্য করে হুমকি দিচ্ছেন। ভিডিওতে ‘সাংবাদিককে মাইরেন না’ বলতেও শোনা যায়।
সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম অভিযোগ করেন, জামিন শুনানি কাভার করতে গিয়ে তিনি নিজেও হামলার শিকার হন। তিনি জানান, “দূর থেকে এসে একজন আমার গালে ঘুষি মারে। এরপর হাতে থাকা মাইক্রোফোন উঁচু করে বিচারকের দিকে এগোতেই চারদিক থেকে আমাকে মারধর করা হয়। বিচারক তখন উঠে কক্ষ ত্যাগ করেন।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হাসান নয়ন বলেন, শুনানির আগে হঠাৎ হট্টগোল শুরু হয়। একজনকে মারধর হতে দেখে তিনি থামানোর চেষ্টা করেন। তবে ঘটনাটির পুরো প্রেক্ষাপট তিনি জানেন না।
এ ঘটনায় আদালত প্রাঙ্গণ ও সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।