09/09/2025 যুক্তরাজ্যে ইতিহাস সৃষ্টি, প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শবানা মাহমুদ
odhikarpatra
৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২২
যুক্তরাজ্যে প্রথমবারের মতো একজন মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন শবানা মাহমুদ। পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিক প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
শবানা মাহমুদ বার্মিংহামের লেডিওয়ুড আসনের সংসদ সদস্য। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জনের পর তিনি আইন পেশায় যুক্ত ছিলেন। ২০১০ সালে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত বছর তিনি যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হলো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা। দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়া সরকারের প্রথম দায়িত্ব।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর। অভিবাসন, সীমান্ত নিয়ন্ত্রণ, পুলিশ ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব এ মন্ত্রণালয়ের আওতায় পড়ে। শবানা মাহমুদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অবৈধ অভিবাসন মোকাবিলা, বিশেষ করে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আশ্রয়প্রার্থীদের প্রবেশ ঠেকানো।
রাজনীতিবিদদের মতে, তার নিয়োগ শুধু প্রতীকী নয়, বরং নীতি নির্ধারণেও নতুন দিক নির্দেশনা দেবে। মানবাধিকার সুরক্ষা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা—দুটিকে সমন্বয় করেই তিনি দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা।
বিশ্বজুড়ে এ নিয়োগকে এক ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মুসলিম নারী সমাজের জন্য এটি একটি বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।