09/09/2025 মেয়েদের ভোটেই বদলাবে সমীকরণ: ডাকসু নির্বাচন নিয়ে এনসিপি নেত্রী তাজনূভার ভবিষ্যদ্বাণী
odhikarpatra
৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ডাকসু নির্বাচনের ফল নির্ধারণ করবে মূলত মেয়েদের ভোট।
তাজনূভা জাবীন লিখেছেন, “কালকের ডাকসু নির্বাচনে তারাই জিতে বের হয়ে আসবে যারা মেয়েদের ভোট বেশি পাবে। মেয়েদের ভোটই সমীকরণ বদলাবে। যে মেয়েটা রাজনীতি পছন্দ করে না, চুপচাপ নিজের জগৎ নিয়ে থাকে, সেও যাবে কাল ভোট দিতে। তারা চুপচাপ বা অরাজনৈতিক হলেও অবুঝ বা অসচেতন নয়। সব খেয়াল করে।”
তিনি আরও উল্লেখ করেন, “ঠিক একই অবস্থা হবে সামনের জাতীয় নির্বাচনে। যারা নারীদের সাইবার বুলিং করে, শ্রমের মূল্য দিতে চায় না, অধিকার-স্বাধীনতায় বিশ্বাস রাখে না—তাদের পক্ষে জেতা কঠিন হবে। নারীরা এখন অনেক বেশি সচেতন। আগের মতো দিন আর নেই।”