09/10/2025 শিক্ষক সংকটে ইবি'র চারুকলা বিভাগ, নিয়োগের দাবিতে মানববন্ধন
odhikarpatra
৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫০
ইবি প্রতিনিধি
শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। অতি দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের নিচে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
জানা যায়, বর্তমানে বিভাগটিতে চলমান ৬টি ব্যাচের প্রত্যেকটিতে ৩টি করে মোট ১৮টি ডিসিপ্লিনে মাত্র ৫ জন শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম চলছে। এর মধ্যে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনে মাত্র একজন শিক্ষক সকল ব্যাচের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘সব কাজ চলমান তবে শিক্ষক নিয়োগে গাফিলতি কেন?’, ‘চারুকলায় অন্য বিভাগের শিক্ষক কেন?’, ‘সৎ, দক্ষ ও যোগ্য শিক্ষক চাই'-সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিভাগের অল্প কয়েকজন শিক্ষকের মাধ্যমে আমাদের যে চাহিদা সেটা পূরণ হয় না। অন্য বিভাগের শিক্ষকদের মাধ্যমে আমাদের চারুকলা বিভাগে পাঠদান করানো হয়। এ বিষয়ে তাদের যথেষ্ট ধারণা না থাকায় শিক্ষকগণ কাঙ্ক্ষিত শিক্ষা দিতে পারেন না। যে কারণে তারা দুই একটি ক্লাস নিয়ে আমাদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেন। যা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা গ্রহণে ব্যঘাত ঘটাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ দিতে পারেনি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ শিক্ষক সংকটের কারণে পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। এদিকে প্রশাসন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস উদ্বোধন করে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে আমাদের ডিসিপ্লিনগুলোর জন্য পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।
প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, আমরা চাই প্রশাসন শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণ করুক তারপর বিভিন্ন অবকাঠামো উন্নয়নের দিকে মনোযোগী হোক। অবকাঠামো উন্নয়নে আমাদের কোন অভিযোগ নাই তবে আমাদের মৌলিক অধিকার শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যঘাত ঘটাবেন এটা আমরা মেনে নিতে পারব না। আমাদের সমস্যাসমূহ সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং শিক্ষার মানের দিকে নজর দিন। অতি দ্রুত শিক্ষক নিয়োগ না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া