10/29/2025 ঢাবি হল সংসদে স্বতন্ত্রদের ঝড়: ১৮ হলের ৫৩ পদেই জয়
odhikarpatra
১১ September ২০২৫ ১৪:৫৩
অধিকার পত্র ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবারের হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বিপুল জয় শিক্ষার্থীদের ভোটের মনোভাবকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ভিপি, জিএস ও এজিএস—এই ৫৪টি শীর্ষ পদে ৫৩টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। কেবল জগন্নাথ হলে ছাত্রদল মনোনীত প্রার্থী জয় পেয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ—গেস্টরুম-গানরুমের নির্যাতন, ক্ষমতার অপব্যবহার ও অরাজনৈতিক কর্মকাণ্ড—এবারের নির্বাচনে বড় ভূমিকা রেখেছে। ফলে দলীয় রাজনীতির বাইরে থেকে উঠে আসা তরুণ প্রার্থীদের প্রতি আস্থা বেড়েছে।
এবার শুধু ছাত্রদল আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে। অন্য ছাত্র সংগঠনগুলো প্যানেল না দিলেও, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীকে প্রকাশ্য বা গোপনে সমর্থন দিয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ফলাফল ছাত্র রাজনীতিতে নতুন ধারা সূচনা করতে পারে। দলীয় রাজনীতির আধিপত্য কমে গিয়ে ব্যক্তিনির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।