ঢাকা, অধিকার পত্র ডটকম
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসু নির্বাচনে ২০২৫ ভোট গণনার কাজ দ্রুত এগোচ্ছে। মোট ২১ হলে ভোট গণনার পর ১৭টি হলে ফলাফল প্রকাশিত হয়েছে। বিশেষ করে পাঁচটি হলে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী প্রার্থীদের অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ (পাঁচ হল)
১. মীর মশাররফ হোসেন হল
- ভিপি: জুবায়ের শাবাব (১৯১ ভোট)
- জিএস: শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট)
- এজিএস: আরাফাত (১৭৯ ভোট)
২. শহীদ সালাম-বরকত হল
- ভিপি: মারুফ
- জিএস: মো. মাসুদ রানা মিষ্টু
৩. ১০ নং ছাত্র হল (সাবেক মুজিব হল)
- ভিপি: আসিফ মিয়া
- জিএস: মেহেদি হাসান
- এজিএস: নাদিম মাহমুদ
৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল
- ভিপি: মো. রাকিবুল ইসলাম
- জিএস: আলী আহমদ
- এজিএস: লাবিব
৫. আ ফ ম কামালউদ্দিন হল
- ভিপি: দর্শন বিভাগের জিএম রায়হান কবীর
নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্য
- মোট ভোটার: ১১,৭৫৯ জন
- ভোট প্রদানকারী শিক্ষার্থী: প্রায় ৬৮%
- কেন্দ্রীয় সংসদের পদসমূহ: ২৫টি
- মোট প্রার্থী: ১৭৭ জন
- সহ-সভাপতি (ভিপি): ৯ জন
- সাধারণ সম্পাদক (জিএস): ৮ জন
- যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস): ১৬ জন
- নারী প্রার্থী সংখ্যা: ৬