09/13/2025 জাকসু নির্বাচন: ফলাফল প্রকাশে ধীরগতি, শিক্ষার্থীদের ক্ষোভ – প্রশাসনের ব্যাখ্যা
odhikarpatra
১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকেই মশকরা করে বলছেন,
“এভাবে চলতে থাকলে এই নির্বাচন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উঠে যাবে।”
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফলাফল প্রকাশে ধীরগতি নির্বাচনের প্রতি আস্থা নষ্ট করছে। এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এত ধীর গতিতে ফলাফল দিলে আমাদের আগ্রহই শেষ হয়ে যাবে। আমরা স্বচ্ছ ও দ্রুত ফলাফল চাই।”
অন্য এক শিক্ষার্থী বলেন,
“ভোট তো শান্তিপূর্ণ হয়েছে, এখন কেন গণনা করতে এত সময় লাগছে তা বুঝতে পারছি না। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে।
”রিটার্নিং কর্মকর্তাদের অভিযোগ
নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা সুলতানা আকতার জানান, ওএমআর মেশিনে গণনার কথা থাকলেও হঠাৎ ম্যানুয়াল পদ্ধতি চালু করায় গণনায় অতিরিক্ত সময় লাগছে। তিনি বলেন,
“আমরা তিন দিন ধরে অমানবিক পরিশ্রম করছি। দ্রুত ফলাফল দিতে হলে লোকবল ও টেবিল আরও বাড়াতে হবে।”
গণনা কাজে অংশ নেওয়া চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক এবং ক্ষোভের জন্ম দিয়েছে।
নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম জানান, ম্যানুয়াল পদ্ধতির প্রস্তুতির অভাবে শুরুতে ধীরগতি দেখা দিলেও এখন লোকবল ও টেবিল বাড়ানো হয়েছে। তিনি বলেন,
“আমরা আশা করছি বিকেলের মধ্যে হলের গণনা শেষ হবে এবং রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা যাবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি টেবিলে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
শিক্ষার্থীরা স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক ফলাফল প্রত্যাশা করছে। প্রশাসন বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং খুব শিগগির ফলাফল প্রকাশ করা হবে। তবে দীর্ঘ বিলম্ব ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে।