09/13/2025 ৩৫ বছর পর রাবিতে রাকসু নির্বাচন: নবীনদের ভোটাধিকারসহ উঠছে নানা প্রশ্ন
odhikarpatra
১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৫
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫
✍️ নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৫ সেপ্টেম্বর। নবীন শিক্ষার্থীদের ভোটাধিকার ও মনোনয়ন বিতরণে বাধা সহ উঠে এসেছে একাধিক প্রশ্ন। বিস্তারিত জেনে নিন।
৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন। এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৫। তবে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে বিতর্ক — বিশেষ করে নবীন শিক্ষার্থীদের ভোটাধিকার, মনোনয়নপত্র বিতরণে বাধা এবং নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন।
নির্বাচনের গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপট:
রাকসু নির্বাচন সর্বশেষ হয়েছিল ১৯৮৯ সালে। এরপর দীর্ঘ সময় ধরে এটি বন্ধ ছিল। ২০২৫ সালে এসে এই নির্বাচন শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্র চর্চা ও নেতৃত্ব তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাবি ছাত্রদলের দাবি:
“নতুন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা হলে এটি একপাক্ষিক নির্বাচন হবে। আমরা চাই সবার অংশগ্রহণ নিশ্চিত হোক।”
নির্বাচনী তফসিল ও বিতর্ক:
ভোট গ্রহণ: ১৫ সেপ্টেম্বর ২০২৫
মনোনয়নপত্র বিতরণ: শুরু হয়েছে, তবে বিতরণে ছাত্রদলের বাধা ও বিক্ষোভ
অভিযোগ: কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ; মনোনয়নপত্র সংগ্রহে বাধা
চাপ: নবীনদের ভোটাধিকার নিশ্চিতের দাবি
রাকসু নির্বাচন একটি ঐতিহাসিক মাইলফলক হতে চলেছে, তবে তার আগে চাই স্বচ্ছ ও অংশগ্রহণমূলক পরিবেশ। নবীন শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা না হলে এই নির্বাচন শিক্ষার্থীদের সকলের প্রতিনিধিত্ব করবে না। ছাত্রদের প্রত্যাশা — নির্বাচন হোক নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রীতি অনুযায়ী।