09/13/2025 জাকসু নির্বাচন ২০২৫: হল সংসদের ফল ঘোষণার পর কেন্দ্রীয় কমিটির ফলাফল প্রকাশ
odhikarpatra
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষে একে একে ফলাফল ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে হল সংসদের ফল প্রকাশিত হওয়ার পর এবার কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদক ও কার্যকরী সদস্য পদের ফলাফলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ইতোমধ্যে হল সংসদের ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসে নির্বাচনী আমেজ আরও বেড়ে গেছে। শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় সংসদের এই ফলাফল ক্যাম্পাসে নতুন নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচন কমিশন জানিয়েছে, খুব শিগগিরই অবশিষ্ট কেন্দ্রীয় পদের (ভিপি, জিএস, এজিএস) ফলাফলও ঘোষণা করা হবে।