09/14/2025 ভোটে হেরে যা জানালেন শিবিরের ভিপি প্রার্থী
odhikarpatra
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪২
নির্বাচনে পরাজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি (সহসভাপতি) প্রার্থী ও শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের নেতা আরিফুল্লাহ আরিফ অতীতের সহিংসতা ও নির্মমতার শিকার শিবির নেতাকর্মীদের স্মরণ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) জাকসুর ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরিফ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে আমাদের ২৫ জনের পূর্ণাঙ্গ প্যানেল থেকে ২০ জনই বিজয়ী হয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
ভবিষ্যতের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘এমন একটি ক্যাম্পাস চাই নিজ নিজ ধর্ম, সংস্কৃতি ও মত প্রকাশ করতে পারবে। প্রতিবছর জাকসু নির্বাচন হবে আশা করছি। নির্বাচনে কিছু অব্যবস্থাপনা ছিল। আশাকরি ভবিষ্যতে সেগুলো হবে না।’
‘যারা নির্বাচিত হয়েছেন, তাদের ভালো কাজের প্রশংসা করবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন সমালোচনা করবেন’, শিক্ষার্থীদের উদ্দেশে বলেন আরিফুল্লাহ আরিফ।