09/14/2025 চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
odhikarpatra
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯
আজ শনিবার দুপুরে পটিয়া উপজেলার জলুয়ার দিঘীরপাড় এবং উপজেলার গৈড়লার টেক এলাকায় দেড় ঘণ্টার ব্যবধানে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার জলুয়ার দিঘীরপাড় এলাকায় পূরবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টাইলস বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে পিকআপ চালক আবদুল কাদের (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি নোয়াখালী জেলার মুহাম্মদ কিবরিয়ার ছেলে। দুর্ঘটনার পর বাসটি পুলিশ জব্দ করেছে।
এর আগে দুপুর পৌনে ১টায় উপজেলার গৈড়লার টেক এলাকায় লেগুনার চাপায় নিহত হন শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক। তিনি ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, জমিতে কাজ করতে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পূরবী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।’