09/14/2025 দক্ষিণ কেরাণীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে ১৪৭০ বোতল ফেনসিডিল ও বিদেশী মদসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
odhikarpatra
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৮
ঢাকা: রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসময় ১৪৭০ বোতল ফেনসিডিল, চার বোতল বিদেশী মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১০ জুন ২০২৪) রাত আনুমানিক ৮টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাড়াকৃত একটি বাড়ি ও একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে মোট ১৪৭০ বোতল ফেনসিডিল এবং বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় শফিজুল ইসলাম (৪৭) ও মাসুদ রানা (৪২) নামের দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতার শফিজুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া থানার বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ কেরাণীগঞ্জের উত্তর পানগাঁও এলাকায় বসবাস করছিলেন। অপর গ্রেফতারকৃত মাসুদ রানা একই এলাকার কাদিরগাঁও গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
র্যাব জানায়, আসামিদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৮ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১০ এর ভাষ্য অনুযায়ী, শফিজুলের বিরুদ্ধে যশোরের কেশবপুর ও সাতক্ষীরার কলারোয়া থানায় দুটি মাদক মামলা রয়েছে। অপরদিকে মাসুদের বিরুদ্ধেও রাজধানীর ওয়ারী থানায় একটি মাদক মামলা দায়ের করা আছে।
র্যাব জানায়, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সিন্ডিকেট গড়ে তুলেছিল মূলত স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।