09/15/2025 শৌলা গ্রামে শিশু ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
odhikarpatra
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০০
নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
পটুয়াখালী সদর উপজেলার শৌলা গ্রামে ভয়াবহ শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের জামিনে বেরিয়ে আসার পর ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শৌলা গ্রামের মো. আব্দুল হক (৫৮) নামের এক ব্যক্তি দুই শিশুকে (বয়স ১২ ও ১৩) একাধিকবার ধর্ষণ করেছেন। অভিযোগ রয়েছে, আব্দুল হক ফকির সেজে শিশুদের “বজজিন ভর করেছে” বলে ভয় দেখিয়ে গভীর রাতে ধর্ষণ করতেন।
ঘটনা প্রকাশ পেলে এলাকাবাসী প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত সব অভিযোগ অস্বীকার করেন। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আব্দুল হক দুই দফা কারাভোগ করলেও অর্থের বিনিময়ে জামিনে মুক্ত হন।
ভুক্তভোগী ফাতিমা ও কুলসুমের মা অভিযোগ করেন, অভিযুক্ত আব্দুল হক ও তার সহযোগীরা—আল-আমিন, হাসান, রহমানসহ কয়েকজন—নিয়মিত তাদের হত্যা এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এছাড়া তারা জমিজমার বিরোধকে সামনে এনে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এলাকাবাসী ও মানবাধিকারকর্মীরা বলেছেন, “এ ধরনের জঘন্য অপরাধ সমাজে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রতিরোধ করা জরুরি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন করেছেন যাতে অভিযুক্ত ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়।