09/15/2025 ইবিতে ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার দায়িত্বে আহনাফুজ্জামান ও মুবাশ্বির
odhikarpatra
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৮
ইবি প্রতিনিধি
জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর ইসলামী বিশ্ববিদ্যালয় তারারমেলা শাখার ২০২৫ সেশনের বাকী সময়ের জন্য নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পরিচালক পদে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আহনাফুজ্জামান ও সহকারী পরিচালক ও একই বিভাগ ও শিক্ষাবর্ষের মুবাশ্বির আলম নির্বাচিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলের মসজিদে এ কমিটি ঘোষণা করেন ফুলকুঁড়ি কেন্দ্রীয় আসরের কালচারাল,স্কুল ও কিশোর থিয়েটার সম্পাদক জিয়াম কাদের।
নতুন কমিটিতে আরও রয়েছেন অফিস, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সাদাত সালেহীন, অর্থ ও পাঠাগার সম্পাদক নাহিদ ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ ওয়েজ করুনী৷ খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক খন্দকার তারেক হোসাইন, কৃষি-শিল্প-বিজ্ঞান সম্পাদক হাফেজ আব্দুর রহমান, মিডিয়া ও প্রচার সম্পাদক এইচ এম মারুফ বিল্লাহ এবং সাংস্কৃতিক/ থিয়েটার সম্পাদক আল আবিদ।
নবনির্বাচিত পরিচালক আহনাফুজ্জামান বলেন, 'পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজকে গড়ো' -এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বরে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই পাঁচটি আদর্শকে সামনে রেখে প্রতিষ্টা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, দক্ষতা অর্জন ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এই শাখার পরিচালক হিসেবে আমার জায়গা থেকে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যেকে বাস্তবায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমার উপর এই অর্পিত দায়িত্বটাকে যথাযথ ভাবে পালন করতে পারি সেইজন্য সকলের কাছে দোয়া এবং পরামর্শ চাই।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া