09/18/2025 জুলাই আন্দোলনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতার পক্ষে জামায়াতপন্থি আইনজীবীর অবস্থান
odhikarpatra
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৯
অধিকার পত্র ডেস্ক
ঢাকা, বুধবার: জুলাই আন্দোলনের সময় করা একটি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সাদাফ আহমেদ অনিকের পক্ষে দাঁড়িয়েছেন জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক। বুধবার ঢাকার আদালতে এ মামলার শুনানিকালে তিনি অনিককে গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন।
আব্দুর রাজ্জাক বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক এবং ঢাকার আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি আদালতে দাবি করেন, অনিক বর্তমানে ছাত্রলীগের কোনো পদে নেই এবং তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর মতো পর্যাপ্ত প্রমাণ নেই।
গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সালাউদ্দিন জাবেদ রাসেল স্কয়ার থেকে সায়েন্স ল্যাবের দিকে যাওয়ার পথে কলাবাগান এলাকায় হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তার মোবাইল ফোন চেক করে এবং আন্দোলনের ছবি ও ভিডিও পাওয়ায় তাকে মারধর ও হুমকি দেয়।
এ ঘটনায় ২৭ আগস্ট কলাবাগান থানায় মামলা করেন জাবেদ। মামলায় অনিক ও শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে আসামি করা হয়। পুলিশ ওই দিনই অনিককে এবং চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি মোস্তফা কামালকে গ্রেপ্তার করে।
বুধবার শুনানিকালে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ দুই আসামির গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।