09/18/2025 জুলাই মামলায় শেখ হাসিনা ও কামাল নির্দোষ, হত্যার নির্দেশের প্রমাণ নেই : রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
odhikarpatra
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৬
ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ :
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, এ ঘটনায় কোনো হত্যাকাণ্ডই ঘটেনি, তাই হত্যার নির্দেশ দেওয়া বা প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার প্রশ্নও ওঠে না।
বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। মামলাটি চলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে।
আইনজীবী আমির হোসেন বলেন,
“কোনো ধরনের হত্যাকাণ্ডের নির্দেশ দেননি শেখ হাসিনা ও কামাল। তাই তাদের কমান্ড রেসপনসিবিলিটির আওতায় আনা যায় না।”
তিনি আরও দাবি করেন, গত ১৬ বছরে দেশে কোনো ফ্যাসিবাদ বা পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি। তাই শেখ হাসিনা ও কামালকে দায়ী করা আইনি দিক থেকে টেকসই নয়।
এর আগে সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান। তার জবানবন্দিতে তিনি আওয়ামী সরকারের বিরুদ্ধে গুম, খুন, পিলখানা ট্র্যাজেডি, ৫ মে শাপলা চত্বরে হেফাজত কর্মীদের হত্যার অভিযোগসহ নানা ঘটনা তুলে ধরেন।
বুধবার বেলা পৌনে ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে জেরা। পরে বিরতির পর জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।