09/18/2025 জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, সফরসঙ্গী চার রাজনৈতিক নেতা
odhikarpatra
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৯
ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। এবারের সফরে তার সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক নেতা—যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, সফরসঙ্গী হিসেবে যে চারজন রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন—
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,
“আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব ধীরে ধীরে রাজনীতিবিদদের কাছে যাচ্ছে। সেই বিবেচনায় প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তবে রাজনীতিবিদদের বাইরে প্রধান উপদেষ্টার সঙ্গে কতজন সফরসঙ্গী থাকবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে এবার বাংলাদেশের প্রতিনিধিদলে রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে বলে কূটনৈতিক মহল মনে করছে।