09/18/2025 ন্যায়বিচার সংকট দূর হবে লিগ্যাল এইড সংস্কারে: ড. আসিফ নজরুল
odhikarpatra
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৩
নিজস্ব প্রতিবেদক | সিলেট থেকে
বাংলাদেশে ন্যায়বিচার সংকট দূর করতে লিগ্যাল এইড আইনে বাধ্যতামূলক মামলা নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সিলেটে লিগ্যাল এইড বিষয়ক একটি পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের প্রধান পাঁচটি সমস্যার একটি হলো ন্যায়বিচার সংকট। আমরা অতীতে যেসব আইন সংস্কার করেছি, তা ইতিহাসে নজিরবিহীন। ভবিষ্যত সরকার যদি এগুলো ধরে রাখে, তাহলে মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও বাড়বে।”
ড. নজরুল জানান, লিগ্যাল এইড ব্যবস্থার মাধ্যমে সাধারণ বিরোধ নিষ্পত্তি প্রচলিত আদালতের তুলনায় দশ ভাগের এক ভাগ সময়ে সম্পন্ন হয়।
যেখানে আদালতে একটি মামলার রায় পেতে গড়ে পাঁচ বছর সময় লাগে, সেখানে লিগ্যাল এইড আদালতে তিন থেকে ছয় মাসেই নিষ্পত্তি সম্ভব। এ ছাড়া এ ব্যবস্থায় বিরোধ মীমাংসার পর ৯০ শতাংশ মানুষই সন্তুষ্ট থাকেন, ফলে নতুন করে মামলা করার প্রবণতা কমে আসে।
আইন সংস্কারের অংশ হিসেবে এখন থেকে ১১ ধরনের মামলায় সরাসরি আদালতে যাওয়ার আগে লিগ্যাল এইডে যেতে হবে। এসব মামলার মধ্যে রয়েছে—
লিগ্যাল এইড আদালতে মামলার জট এড়াতে প্রতিটি জেলায় বিচারকের সংখ্যা তিনজন করা হয়েছে। এর মধ্যে থাকবেন—
ড. নজরুল আরও জানান—
তিনি বলেন, “এইসব সংস্কার বাস্তবায়ন হলে দেশের দরিদ্র ও অসহায় মানুষ বিচার পাওয়ার অবারিত সুযোগ পাবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান অ্যাম্বাসির ডেপুটি হেড অব কর্পোরেশন জেনিস হোসাইন, জিআইজেড কান্ট্রি ডিরেক্টর মারটিনা বুকার্ড, জাতীয় আইনগত সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আশফাকুর রহমানসহ সিলেটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী।