09/18/2025 বিদ্বেষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
odhikarpatra
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যকে ‘বিদ্বেষপ্রসূত’ বলেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ব্যক্তিগত কারণে শেখ হাসিনার প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন। অতীতের মামলার কারণে কারাভোগের অভিজ্ঞতা থেকেই তিনি শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন।
সেদিন সকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন হয়। এ প্রসঙ্গে আইনজীবী আমির হোসেন বলেন,
“তিনি ইতিহাসবিদ হিসেবে নিজের অভিমত প্রকাশ করেছেন। কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা বা সরাসরি উপস্থিতি ছাড়া কেবল বইয়ের উদ্ধৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন। তাই তার সাক্ষ্য নির্ভরযোগ্য নয়।”
তিনি আরও বলেন, মাহমুদুর রহমান প্রত্যক্ষদর্শী বা উপস্থিত সাক্ষী নন। ব্যক্তিগত গবেষণা ও বিভিন্ন গ্রন্থের রেফারেন্স দিয়ে তিনি শেখ হাসিনার বিরুদ্ধেই বেশি কথা বলেছেন।
রাষ্ট্রপক্ষের নিয়োজিত এই আইনজীবী স্পষ্ট করে বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শেখ হাসিনা বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। তাই তারা এ মামলায় নির্দোষ।
বুধবার বেলা পৌনে ১১টায় শুনানি শুরু হয়ে দুপুর দেড়টায় মাহমুদুর রহমানের জেরা শেষ হয়। বিকেলে শুনানি নেওয়া হবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য।
এ মামলায় এ পর্যন্ত ৪৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিমসহ অন্যরা।