09/18/2025 লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে
odhikarpatra
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৫
ইউরোপের দেশ লুক্সেমবার্গ আগামী সপ্তাহে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই এই উদ্যোগে যোগ দিয়েছে।
প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন সাংবাদিকদের বলেন, “সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। এখনই সময় প্রমাণ করার যে, দুই রাষ্ট্র সমাধান এখনো কার্যকর।”
তিনি আরও জানান, লুক্সেমবার্গ সরকার আসন্ন দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত হবে।
ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এ ধরনের স্বীকৃতি হামাসকে উৎসাহিত করতে পারে।
???? এএফপির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরাইল আক্রমণের পর থেকে গাজায় যুদ্ধ শুরু হয়। সেই হামলায় ১,২১৯ জন ইসরাইলি বেসামরিক নাগরিক নিহত হন।
???? পাল্টা অভিযানে ইসরাইলের আক্রমণে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অন্তত ৬৪,৯০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
???? জাতিসংঘের তদন্তকারীরা সম্প্রতি ইসরাইলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে “গণহত্যা চালানোর” অভিযোগ তুলেছে।
✅ লুক্সেমবার্গ আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
✅ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বে ইউরোপ-অস্ট্রেলিয়া-কানাডাসহ একাধিক দেশ এই উদ্যোগে যুক্ত হয়েছে।
✅ ইসরাইল ও যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছে।
✅ গাজায় চলমান যুদ্ধ ইতোমধ্যে কয়েক লাখ প্রাণ কেড়ে নিয়েছে।