চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি):
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শাফায়াত হোসেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করেন।
ছাত্রদলের অবস্থান
লিখিত বক্তব্যে নাছির উদ্দিন বলেন,
- “চাকসু নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট, শাটল ট্রেনের ঘাটতি, ক্যাম্পাসের বাইরের নিরাপত্তা ও খাবারের সমস্যা সমাধানে চাকসু কার্যকর ভূমিকা রাখবে।”
- “চাকসু নিয়মিত নির্বাচন হলে এখানকার নেতৃত্ব জাতীয় পর্যায়ে ইতিবাচক অবদান রাখবে।”
তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে এবং একটি নির্দিষ্ট সংগঠনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। তবে ছাত্রদল প্রতিশ্রুতি দিয়েছে, সবার জন্য সমান সুযোগ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে কাজ করবে।
ছাত্রদলের ঘোষিত প্যানেল
- সহসভাপতি (ভিপি): সাজ্জাদ হোসেন (দর্শন বিভাগ)
- সাধারণ সম্পাদক (জিএস): মো. শাফায়াত হোসেন (ক্রীড়াবিজ্ঞান বিভাগ)
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রার্থী:
- সহসাধারণ সম্পাদক – আইয়ুবুর রহমান তৌফিক
- ক্রীড়াবিষয়ক সম্পাদক – আজহারুল ইসলাম
- সহক্রীড়াবিষয়ক সম্পাদক – জয় বড়ুয়া
- সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক – মো. মোজাম্মেল হক
- সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক – শহীদুল কায়সার
- দপ্তর সম্পাদক – তৌহিদুল ইসলাম ভূঁইয়া
- সহদপ্তর সম্পাদক – শাহরিয়ার উল্লাহ ফাহাদ
- ছাত্রী কল্যাণ সম্পাদক – নুজহাত জাহান
- সহছাত্রী কল্যাণ সম্পাদক – শাফকাত শফিক
- বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক – মো. ওজায়ের হোসেন
- গবেষণা ও উন্নয়ন সম্পাদক – ফাইরুজ সাদাফ
- সমাজসেবা ও পরিবেশ সম্পাদক – ইমাম হাসান
- স্বাস্থ্য সম্পাদক – মোহাম্মদ আবরার
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক – শাহরিয়ার লিমন
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক – শ্রুতিরাজ চৌধুরী
- যোগাযোগ ও আবাসন সম্পাদক – মো. সায়েম উদ্দিন আহমেদ
- সহযোগাযোগ ও আবাসন সম্পাদক – ইয়াসিন আরাফাত
- আইন ও মানবাধিকার সম্পাদক – আবদুল্লাহ আল সাকিব
- পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক – মো. জাবেদ
সদস্য পদে: ফয়সাল প্রান্ত, মিজান মিয়া, নুসরাত জাহান, এম. তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন।